Google Map

গুগ্‌ল ম্যাপের ‘ভুলে’ গাড়ি নিয়ে সীমানা পেরোলেন ১৬ পুলিশ! হাতে অস্ত্র দেখে দুষ্কৃতী ভেবে মার স্থানীয়দের

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে এক অপরাধীর খোঁজে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন অসমের যোরহাট জেলা পুলিশের ১৬ জন পুলিশ আধিকারিক। রাজ্যেরই একটি চা-বাগান এলাকায় যাওয়ার কথা ছিল তাঁদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:০৬

—প্রতীকী ছবি।

গুগ্‌ল ম্যাপের উপর ভরসা করে এ বার ফ‌্যাসাদে পড়লেন অসমের একদল পুলিশ আধিকারিক। গন্তব্যের বদলে রাজ্যের সীমানা পেরিয়ে গাড়ি নিয়ে তাঁরা সোজা পৌঁছে গেলেন নাগাল্যান্ডে। গুগ্‌ল ম্যাপের বিভ্রান্তির কারণে স্থানীয়দের হাতে মারধরও খেতে হল তাঁদের।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে এক অপরাধীর খোঁজে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন অসমের যোরহাট জেলা পুলিশের ১৬ জন পুলিশ আধিকারিক। রাজ্যেরই একটি চা-বাগান এলাকায় যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু কেউই রাস্তা না চেনায় ভরসা ছিল গুগ্‌ল ম্যাপ। ম্যাপ দেখেই গন্তব্যের দিকে এগোচ্ছিলেন তাঁরা। কিন্তু গুগ্‌ল নির্দেশিত সংক্ষিপ্ত রাস্তায় প্রবেশ করতেই বিপত্তি বাধে। রাজ্যের সীমানা পেরিয়ে নাগাল্যান্ডের মোকোকচুং জেলায় পৌঁছে যান তাঁরা ।

কিন্তু মোকোকচুং জেলায় প্রবেশের পর ওই পুলিশ আধিকারিকদের বিপত্তি আরও বাড়ে। হাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখে তাঁদের দুষ্কৃতী ভেবে ভুল করেন স্থানীয় একদল মানুষ। ওই পুলিশ আধিকারিকদের বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ। মারধরের কারণে এক পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলেও খবর। তবে পরে খবর পেয়ে অসমের ওই পুলিশ আধিকারিকদের উদ্ধার করে নাগাল্যান্ড পুলিশ।

উল্লেখ্য, গুগ্‌ল ম্যাপের উপর ভরসা করে গত নভেম্বরেই উত্তরপ্রদেশের বরেলীতে তিন জনের প্রাণহানি হয়েছিল। রামগঙ্গা নদীর উপর নির্মীয়মাণ সেতু থেকে গাড়িসমেত নীচে পড়ে যান তাঁরা।

Advertisement
আরও পড়ুন