Viral Video

হাতে আইফোন, চিকিৎসা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে! রোগীর কাণ্ড ফাঁস করে কটাক্ষ শুনলেন চিকিৎসকই

তরুণী চিকিৎসক জানিয়েছেন, এক জন রোগী সওয়া লক্ষের আইফোন হাতে নিয়ে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য চালু ওই প্রকল্পের অধীনে চিকিৎসা করাতে এসেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪৩
Video of doctor mocks iPhone users for using Ayushman Bharat card

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হাতে লক্ষাধিক টাকার আইফোন। অথচ চিকিৎসা করাতে এসেছেন ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের অধীনে! এমনই এক রোগীকে দেখে অবাক এক তরুণী চিকিৎসক। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে উপহাসও করেছেন তিনি। ইনস্টাগ্রাম একটি ভিডিয়ো পোস্ট করে ওই চিকিৎসক অভিলাশা জাঙ্গিদ লিখেছেন, ‘‘আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা, অথচ হাতে আইফোন।’’

Advertisement

‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্যবিমা প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া নাগরিকেরা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা এই প্রকল্পে পাওয়া যায়। ২০১৮ সালে ২৩ সেপ্টেম্বর ওই প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। ‘আয়ুষ্মান ভারত’ নামটি তিনিই ঘোষণা করেছিলেন। ওই প্রকল্পের ট্যাগলাইন, ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’।

তবে ওই তরুণী চিকিৎসক জানিয়েছেন, এক জন রোগী সওয়া লক্ষের আইফোন হাতে নিয়ে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া নাগরিকদের জন্য চালু ওই প্রকল্পের অধীনে চিকিৎসা করাতে এসেছিলেন। আর তা নিয়েই কটাক্ষ করেছেন তিনি। চিকিৎসকের ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় এক কোটি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। অনেকেই ভিডিয়োটি দেখে ক়ড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে আবার তরুণী চিকিৎসকের সমালোচনা করে সরব হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সরকার ওই ব্যক্তিকে প্রকল্পের সুবিধা দিয়েছে। আপনার টাকা তো নয়! তা হলে এত মাথা ঘামাচ্ছেন কেন?’’ অন্য জন আবার লিখেছেন, ‘‘হাসপাতালে বসে রিল বানানোর জন্য আপনার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন