—ফাইল চিত্র।
ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলসের আগুন, মৃতের সংখ্যা বাড়ছে, কী ভাবে চলছে উদ্ধার-ত্রাণ কাজ
লস অ্যাঞ্জেলেসর আগুনে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে। আগুন নেভানোর চেষ্টায় হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। পুড়ে খাক হয়ে গিয়েছে হাজার হাজার একর জমি। সাধারণত জুন এবং জুলাইয়ে দাবানলের ঘটনা ঘটে থাকে ক্যালিফোর্নিয়ায়। অক্টোবর পর্যন্ত তার জের থাকে। কিন্তু এ বার ঘটনার ব্যতিক্রম লক্ষ করা গেল। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্যাসিফিক পালিসাডেসে ১৯ হাজার একর জমি পুড়ে গিয়েছে। অন্য দিকে, আল্টাডেনায় আগুনের গ্রাসে চলে গিয়েছে ১৩ হাজার একর জমি। এই দুই জায়গায় বসতি এলাকা আগুনের গ্রাসে চলে যাওয়ায় দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে অন্যত্র সরানো হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ৩৫ হাজার একর জমি আগুনে পুড়ে গিয়েছে। এই অবস্থায় আজ লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর থাকবে।
অসমের খনিতে আটকে থাকা ৮ জনকে কি উদ্ধার করা যাবে
আসম রাইফেলস্, সেনা, নৌসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল— প্রত্যেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অসমের খনির ভিতরে আটকে পড়া আট জনকে এখনও উদ্ধার করা যায়নি। আটকে পড়া শ্রমিকদের মধ্যে জলপাইগুড়ির বাসিন্দা সঞ্জিত সরকারও রয়েছেন। সোমবার উমরাংসোর ওই অবৈধ খনিতে কয়লার খোঁজে নেমেছিলেন শ্রমিকেরা। কিন্তু আচমকাই ওই খনিতে হু-হু করে জল ঢুকতে শুরু করে। ভিতরেই আটকে পড়েন ৯ জন শ্রমিক। বুধবার তাঁদের মধ্যে এক জনের দেহ উদ্ধার হয়েছে। সময় যত এগোচ্ছে আটকে পড়া আট জনকে নিয়ে উদ্বেগ তত বৃদ্ধি পাচ্ছে। আজ কি তাঁদের উদ্ধার করা যাবে?
বাদ সেধেছে পশ্চিমি ঝঞ্ঝা, আবার কমছে শীত
পশ্চিমি ঝঞ্ঝায় আবার বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। রবিবার থেকেই তাপমাত্রার পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু’দিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তার পরের তিন দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। উত্তরবঙ্গের দু’-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গ শুষ্কই থাকতে পারে।
মালদহের তৃণমূল নেতা খুনের তদন্ত কোন পথে
দুলাল সরকার খুনে পুলিশের হাতে ধৃত এবং বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মালদহ আদালত। সব মিলিয়ে ধৃত সাত জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুলাল খুনে ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মিলেছে কার্তুজ। তা ছাড়া দুলাল খুনের তদন্তে নেমে একটি মোবাইলও উদ্ধার করা হয়েছে। সেটি মিলেছে ধৃত অমিত রজকের কাছে। সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান, তৃণমূল নেতার খুনের আগে এবং পরে কথোপকথন-সহ বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে ওই মোবাইলটি থেকে। ধৃত সাত জনেরই ‘ভয়েস স্যাম্পল’ সংগ্রহ করা হবে। আজও মালদহের তৃণমূল নেতা খুনের ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে।
মালদহে খোলা সীমান্তে শেষ হবে কি কাঁটাতার বসানোর কাজ
মালদহের সুকদেবপুরে খোলা সীমান্তের ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখনও শেষ হয়নি। মঙ্গলবার বেড়া দেওয়ার জন্য গর্ত খোঁড়া শুরু হতেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজিবির বিরুদ্ধে। তাতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। প্রশাসনিক সূত্রে খবর, তার পর কাজ শুরু হলেও তা ধীর গতিতেই এগোচ্ছে। আজ খোলা সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ হয় কি না, সে দিকে নজর থাকবে।