Today’s Sports Events

আইএসএলে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বির আগেই বাগানের সুবিধা করে দেবে মহমেডান?

আজ আইএসএলে মোহনবাগান-ইস্টবেঙ্গল। ডার্বির আগেই মহমেডানের হাত ধরে সুবিধা পেয়ে যেতে পারে মোহনবাগান। রয়েছে নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় এক দিনের ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৬:২২

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আজ আইএসএলের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। খেলা গুয়াহাটিতে। আইএসএল ডার্বিতে মোহনবাগান ন’টি ম্যাচের আটটিতে জিতেছে। ইস্টবেঙ্গল আইএসএলে এখনও মোহনবাগানকে হারাতে পারেনি। আজ কি ফল বদলাবে?

Advertisement

আইএসএলে আজ রয়েছে আরও একটি ম্যাচ। খেলবে মহমেডান-বেঙ্গালুরু। এই ম্যাচে বেঙ্গালুরু পয়েন্ট নষ্ট করলে ডার্বির আগে সুবিধা পাবে মোহনবাগান। রয়েছে নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় এক দিনের ম্যাচ।

আইএসএলে কলকাতা ডার্বি, লড়াই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের

আজ গুয়াহাটিতে কলকাতা ডার্বি। আইএসএলের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আইএসএল ডার্বিতে মোহনবাগান অপরাজিত। আগের ন’টি ম্যাচে তারা আটটি জিতেছে, একটি ড্র করেছে। ইস্টবেঙ্গল আইএসএলে এখনও মোহনবাগানকে হারাতে পারেনি। আজ কি ফল বদলাবে? গুয়াহাটিতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

বেঙ্গালুরুর থেকে পয়েন্ট কেড়ে ডার্বির আগে মোহনবাগানের সুবিধা করে দেবে মহমেডান?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে ডার্বির আগে আজ রয়েছে আরও একটি ম্যাচ। খেলবে কলকাতারই আর এক বড় দল মহমেডান। প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। শেষ পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট হারিয়ে লিগ জয়ের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে বেঙ্গালুরু। এখনও দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে তাদের পয়েন্টের তফাত হয়েছে ৫। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে ডার্বির আগে সুবিধা পাবে মোহনবাগান। মহমেডান এখনও পয়েন্ট তালিকায় সবার নীচে। ১৪টি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে তারা। খেলা শুরু বিকেল ৫টায়। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামছে নিউ জ়িল্যান্ড

আজ নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় এক দিনের ম্যাচ। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম দু’টি ম্যাচ জিতে ২-০ এগিয়ে গিয়েছে কিউয়িরা। সিরিজ় তারা জিতে নিয়েছে। আজ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে তারা। খেলা ভোর ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

রবিবার এল ক্লাসিকোর আগে স্প্যানিশ লিগে চারটি ম্যাচ

রবিবার এল ক্লাসিকো। সুপারকোপার ফাইনালে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের আগে স্প্যানিশ লিগে আজ চারটি ম্যাচ। যদিও প্রথম সাতে থাকা কোনও দলই নামছে না। সন্ধ্যা ৬:৩০ থেকে রয়েছে আলাভেস-জিরোনা ম্যাচ। এর পর রয়েছে ভাল্লাদোলিদ-রিয়াল বেটিস (রাত ৮:৪৫), এসপানিয়ল-লেগানেস (রাত ১১টা) এবং সেভিয়া-ভ্যালেন্সিয়া (রাত ১:৩০) ম্যাচ।

Advertisement
আরও পড়ুন