attack on co worker

ধার দেন চার লক্ষ টাকা, ফেরত না পেয়ে কাটারি দিয়ে তরুণীকে কোপালেন সহকর্মী, মৃত্যু হাসপাতালে

অন্য সহকর্মীদের চোখের সামনেই ওই যুবক তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। সেই দৃশ্য সকলে দাঁড়িয়ে দেখলেও কেউ যুবককে বাধা দিতে এগিয়ে আসেননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৯:১৯
A 28-year-old woman was attacked with a cleaver by a colleague in pune

ছবি: সংগৃহীত।

টাকা না পেয়ে মহিলা সহকর্মীকে অফিস চত্বরেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসলেন এক যুবক। পুণের ইয়েরওয়াড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারি। অভিযোগ, ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ একটি বিপিও সংস্থার পার্কিং লটে প্রকাশ্যে তরুণীর উপর হামলা করেন এক যুবক। অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয় ২৮ বছর বয়সি শুভদা কোদারের। পরে মারা যান তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। অন্য সহকর্মীদের চোখের সামনেই ওই যুবক তাঁকে ধারালো কাটারি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। সেই দৃশ্য সকলে দাঁড়িয়ে দেখলেও কেউ তাঁকে বাধা দিতে এগিয়ে আসেননি। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে মারা যান শুভদা। এই ঘটনায় একটি বিপিওর হিসাবরক্ষক কৃষ্ণ কানোজাকে গ্রেফতার করেছে ইয়েরওয়াড়া পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কানোজা পুলিশের জেরায় জানিয়েছেন, তিনি শুভদাকে কয়েক দফায় প্রায় চার লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সহকর্মী শুভদা তাঁর বাবার চিকিৎসার প্রয়োজনের অছিলায় টাকা নিতেন বলে অভিযোগ কানোজার। টাকা ফেরত দেওয়ার কথা বললেই শুভদা নিজের বাবার অসুস্থতার অজুহাত দেখাতেন। কানোজার সন্দেহ হতেই তিনি শুভদার বাড়ি গিয়ে জানতে পারেন তাঁর বাবা সম্পূর্ণ সুস্থ। টাকার জন্য চাপ দিতেই দু’জনের মধ্যে বচসা বাড়ে। ঘটনার দিন কানোজা তাঁদের সংস্থার পার্কিং–এর জায়গায় শুভদাকে ডেকে নিয়ে টাকা ফেরত চান। শুভদা তা প্রত্যাখ্যান করতেই কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন কানোজা। মাটিতে পড়ে কাতরাতে থাকেন শুভদা। প্রথমে আশপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান। পরে কানোজা কাটারিটি ফেলে দেওয়ার পর সকলে তাঁকে ঘিরে ফেলেন ও তাঁকে মারধর করতে শুরু করেন। ইয়েরওয়াড়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কানোজার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ও তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন