bizarre relationship

শোয়ার ঘরে প্রেমিকার সঙ্গে অন্য পুরুষ! হাতেনাতে ধরে নিজেকে শেষ করলেন যুবক

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সুইসাইড নোট উদ্ধার করে। সেখানে নিজের মৃত্যুর কারণ হিসাবে প্রদীপ বান্ধবীর অবৈধ সম্পর্ককে দায়ী করেছেন বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৭
27-year-old youth caught his constable girlfriend with another man in Indore

—প্রতীকী ছবি।

দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে অন্য যুবকের সম্পর্কের কথা জানতে পেরে নিজেকে শেষ করে দিলেন এক যুবক। গত বুধবার প্রেমিকাকে তাঁর ঘরে অন্য পুরুষের সঙ্গে হাতেনাতে ধরে ফেলার পর আত্মহত্যা করেন ২৭ বছরের তরুণ। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুবকের নাম প্রদীপ রাওয়াত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে। আত্মঘাতী প্রদীপের প্রেমিকা সোলাঙ্কি এক জন পুলিশকর্মী। সম্প্রতি তাঁরই এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তরুণীর। দু’জনের ঘনিষ্ঠতার কথা কানে আসে প্রদীপের। তাঁকে না জানিয়েই রাতের দিকে হঠাৎ করে প্রদীপ তাঁর প্রেমিকার ঘরে উপস্থিত হন। সেখানে অনুরাগ প্রজাপতি নামের এক যুবককে বান্ধবীর সঙ্গে থাকতে দেখে ফেলেন। এই ঘটনার পর তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সুইসাইড নোট উদ্ধার করে। সেখানে নিজের মৃত্যুর কারণ হিসাবে প্রদীপ বান্ধবীর অবৈধ সম্পর্ককে দায়ী করেছেন বলে পুলিশ জানিয়েছে। ২৭ বছরের প্রদীপ ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বান্ধবী সোলাঙ্কি ইনদওরের একজন কনস্টেবল পদে পুলিশে যোগদান করেন। ২০১৭ সাল থেকে প্রদীপের সঙ্গে তাঁর প্রেমিকার সম্পর্ক ছিল। তাঁরা দু’জন বিয়ে করারও পরিকল্পনা করেছিলেন।

চাকরিতে যোগ দেওয়ার পর অনুরাগ নামের এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ তুলেছিলেন প্রদীপ। সন্দেহ ছিল বান্ধবী তাঁর সঙ্গে প্রতারণা করছেন এবং সম্পর্ক টিকিয়ে রাখতে অনীহা প্রকাশ করছিলেন। একদিন প্রদীপ সোলাঙ্কিকে পরীক্ষা করার জন্য তাঁর ঘরে যাওয়ার অনুরোধ করেন। শারীরিক অসুস্থতার ছুতো দেখিয়ে সোলাঙ্কি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সেই দিনই প্রদীপ সোলাঙ্কির ঘরে উপস্থিত হয়ে তাঁকে অনুরাগের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন। দু’জনকে এক ঘরে দেখতে পেয়ে নিজের জীবন শেষ করে দেন বলে জানা গিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

Advertisement
আরও পড়ুন