Bus Accident

শনিবারের বিকেলে মেয়ো রোডে বাস দুর্ঘটনা, জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার, মৃত এক

এ দিন সাড়ে চারটে নাগাদ হাওড়া-মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস উল্টে যায়। কিছু ক্ষণের জন্য মেয়ো রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:৩৭
Advertisement

মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার পথে কলকাতার মেয়ো রোডে উল্টে গেল যাত্রী-সহ মিনিবাস। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। আসেন ডিসি সেন্ট্রাল ও ময়দান থানার পুলিশকর্মীরাও। প্রাথমিক ভাবে বাসের ভিতর আটকে পড়া যাত্রীদের বার করতে বেগ পেতে হয় পুলিশকর্মীদের। পরে বাসের দু’দিকের জানলার কাচ ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। আহত ১৫ জন যাত্রীর এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে। হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিক ভাবে অনুমান, তীব্র গতিতে চলা ওই বাসটি একটি বাইককে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। বাসযাত্রীদের পাশাপাশি আহত বাইকচালকও। ক্ষতি হয়েছে তাঁর বাইকেরও। বাসচালক ও কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement