Los Angeles Wildfire

লস অ্যাঞ্জেলসে দাবানল, বিফলে আধুনিকতম প্রযুক্তি, আগুনের সামনে অসহায় আমেরিকা

স্থানীয় সময় মঙ্গলবার সকালে দাবানল লস অ্যাঞ্জেলসের শহুরে এলাকায় ঢুকে পড়ে। এখনও পর্যন্ত ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। বন্ধ স্কুল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪
Advertisement

বনের আগুন গ্রাস করতে আসছে। এগিয়ে আসছে ক্রমশ। কিন্তু দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ক্ষমতা হচ্ছে না সেই আগুনকে বাগে আনার। আমেরিকার সাদার্ন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এমনই এক ভয়াবহ দাবানলের সঙ্গে যুঝছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার প্রবল দাপট। আকাশে হেলিকপ্টার উড়িয়ে, তা থেকে জল দিয়ে আগুন নেভানোর পরিকল্পনা ছকা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, ঝোড়ো হওয়ায় আকাশে উড়তেই পারছে না দমকলের হেলিকপ্টার। উল্টে, হাওয়ার দাপটে আগুন ছড়িয়ে পড়ছে হু-হু করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement