ডার্ক থ্রিলারে কাজ করার ইচ্ছা তাঁর অনেকদিনের। অবশেষে সেই স্বপ্নপূরণ অভিনেত্রী শোলাঙ্কি রায়ের। মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ভাগ্যলক্ষ্মী’তে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাঁকে। শীতের সকালে অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন বইপাড়ায়। ছবি, কেরিয়ার, প্রেম, বিচ্ছেদ, নস্টালজিয়া, খাওয়াদাওয়া সব নিয়েই জমল আড্ডা।