প্রতিবেদন: মীনাক্ষী চক্রবর্তী
কোচবিহারের রাস মেলায় টমটম গাড়ির পসরা আজও তাৎপর্যপূর্ণ। এক সময়ে টমটম পাওয়া যেত এক পয়সায়। এখন তার দাম কুড়ি টাকা। এই রাস মেলায় ঘুরতে এসে হাতে টমটম গাড়ি না নিয়ে বাড়ি ফেরা শিশুর সংখ্যা হাতে গোনা। বংশপরম্পরায় টমটম গাড়ির ব্যবসা নিয়ে প্রায় প্রতি বছরই কোচবিহার রাস মেলায় হাজির হন বিক্রেতারা। নিজের হাতে তাঁরা মাটি, সুতো, বাঁশ, বেলুন, প্লাস্টিক ইত্যাদি সামগ্রী দিয়ে তৈরি করেন এই টমটম গাড়ি। কেউ আসেন বিহারের কিষানগঞ্জ থেকে আবার কেউ আসেন বিহারের অন্য কোনও প্রান্ত থেকে।