চলতি বছরের জন্য বন্ধ হওয়ার আগে সাদা বরফে ঢাকা পড়ল হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র বদ্রীনাথ মন্দির। সোমবার রাত থেকে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বদ্রীনাথে প্রবল তুষারপাত শুরু হয়েছে। এক ধাক্কায় তাপমাত্রাও কমেছে অনেকটাই। বদ্রীনাথের ধর্মাধিকারী রাধাকৃষ্ণ থাপলিয়াল জানিয়েছেন, ১৫ নভেম্বর গণেশ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। ১৬ নভেম্বর বন্ধ হবে আদিকেদারেশ্বর মন্দিরের দরজা। এর পর ১৯ নভেম্বর বদ্রী বিশালের দরজা শীতের জন্য বন্ধ হবে। দরজা বন্ধ করার সময় প্রায় ২০ হাজার ভক্তের সমাগম হবে বলেও মনে করছেন তিনি।