বদলাচ্ছে শীতের ফ্যাশন কারণ বদলাচ্ছে শীতের চরিত্র। নাসার তথ্য বলছে, পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ২০২৩ সালে। ১৯ শতকে শিল্পায়ন শুরু হওয়ার পর থেকে ২০২৩ সালে পৃথিবীর গড় তাপমাত্রা ২.৪৫ ডিগ্রি ফারেনহাইট (বা প্রায় ১.৩৬ ডিগ্রি সেলসিয়াস) বৃদ্ধি পেয়েছে। স্থানীয় আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করে একাধিক কারণের উপর, দাবি আবহাওয়াবিদদের। আবহাওয়ার খামখেয়ালিতে কেরলের মুন্নারে বরফ পড়ার মতো কলকাতায় ঘটে যেতে পারে অঘটন।