নাইট্রাস অক্সাইড, চলতি কথায় যাকে বলে লাফিং গ্যাস, নিষিদ্ধ হচ্ছে নেদারল্যান্ডসে। জানুয়ারি থেকে লাফিং গ্যাস কেনাবেচা, সংগ্রহে রাখা নিষিদ্ধ করছে সে দেশের সরকার। তরুণ প্রজন্মের মধ্যে এই গ্যাস ব্যবহার করে নেশার প্রবণতা বাড়ছে। এর ফলে ক্ষতি হচ্ছে শরীরের। যদিও চিকিৎসা এবং খাদ্যশিল্পের কাজে আগের মতোই ব্যবহার করা যাবে লাফিং গ্যাস।