প্রতিবেদন: তীর্থঙ্কর
আর ইন্টারভিউ নয়। চাই চাকরি। এই দাবিতেই শুরু হয়েছিল অবস্থান। প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস চত্বরের ২০১৪ সালের টেট উত্তীর্ণদের সেই অবস্থানই বদলে গেল অনশনে। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত ‘আমরণ’ অনশনে বসেছেন চাকরিপ্রার্থীরা। এই অনশনের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সরকারি কর্মচারিদের কাজে অসুবিধা হচ্ছে, এই অভিযোগ করেই আদালতে গিয়েছে পর্ষদ।
অনশকারীদের দাবি, হাসপাতাল কিংবা পর্ষদের কাজে তাঁরা কোনও বাধা দেননি। আন্দোনকারীরা আশাবাদী যে আদালত তাঁদের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েই দেখবে।