প্রতিবেদন: প্রচেতা
২০১৪ সালের টেট উত্তীর্ণদের আন্দোলনে উত্তাল সল্টলেকের এপিসি ভবন চত্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউ নয়, চাই সরাসরি নিয়োগ — এই দাবিতেই চলছে আন্দোলন। সন্তান কোলে অনশনে সামিল মা। ‘নির্জলা’ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক চাকরিপ্রার্থী। আন্দোলনকারীদের বক্তব্য, ‘২০১৭ সালের টেট উত্তীর্ণদের সঙ্গে আমরা ইন্টারভিউ দেব না। ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের অ্যাকাডেমিক স্কোর অনেক কম। সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব’।