দেশ কি শেষপর্যন্ত এক ভোটের দিকে? মন্ত্রিসভার ছাড়পত্র পেতেই সংসদে এ নিয়ে দু’টি বিল জমা পড়ে মঙ্গলবার। সংবিধান সংশোধন চেয়ে জমা পড়ে বিল। ‘এক দেশ এক ভোট’ করতে সংবিধানে এই সংশোধন প্রয়োজন। বিল পেশের আগে ডিভিশন চেয়ে ভোটাভুটির দাবি করেন বিরোধীরা। বিলের পক্ষে পড়ে ২৬৯ ভোট। বিপক্ষে ১৯৮ ভোট। ‘এক দেশ, এক ভোট’ বা ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ নীতি চালু হলে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা, সব ভোট এক সঙ্গে হবে, এক ভোটে নয় যদিও। মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোটের খরচ বিপুল ভাবে কমবে। আদর্শ আচরণ বিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে। সময় বাঁচবে। কংগ্রেস, তৃণমূলের মতো দু’ডজন দল বিলের বিরোধিতা করেছে।