গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ খ্যাত অভিনেতা শান্তনু মাহেশ্বরী। মুম্বই-এর পরিচিত মুখ। তবে কলকাতার ছেলে বাংলায় কাজ করার ইচ্ছা থাকলেও রাস্তা পাচ্ছিলেন না। 'চালচিত্র'র মাধ্যমে সেই সুযোগ করে দিয়েছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। মুম্বইয়ের স্ট্রাগল, আলিয়া ভট্ট, অজয় দেবগনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে কলকাতার প্রতি প্রেম নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় শান্তনু।