৬৮ বছর আগে মারা গিয়েছেন। কিন্তু আজও ভারতীয় রাজনীতি উত্তাল হয় ‘ভীম’নাদে। বিআর অম্বেডকর। রাজ্যসভায় সংবিধান-বিতর্ক চলাকালীন অমিত শাহের মন্তব্যে সংবিধানের রূপকারের প্রসঙ্গ। পাল্টা বিজেপিকে নিশানা কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের। সংবিধানের ৭৪ বছরে অম্বেডকর ফিরলেন দলীয় ঝগড়ায়। দলিত ভোট বড় বালাই!