আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অফ স্পিনার আর অশ্বিন। ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হতেই সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে হাজির তিনি। কোহলির সঙ্গে কী কথা হচ্ছিল, সাংবাদিকেরা যখন জিজ্ঞেস করতে যাবেন, সেই মুহূর্তেই বিস্ফোরণ। ভারতের সর্বকালের অন্যতম সেরা ‘ম্যাচ উইনার’ অশ্বিন জানিয়ে দিলেন, অনেক হয়েছে, এ বার বিদায়।