বাংলাদেশের মুক্তিযুদ্ধে সঙ্গী হয়েছিল কলকাতাও। এ শহরেই স্থাপিত হয় স্বাধীন বাংলাদেশ বেতারকেন্দ্র। মুজিবুর তখন কলকাতার যুবকদেরও ‘আইকন’। এপ্রিলে এক সাংবাদিক এবং সাহিত্যিক বুদ্ধদেব গুহের দুই ভাইয়ের সঙ্গে রাজশাহীতে যান সৌম্যজিৎ ভৌমিক। বছর একুশ-বাইশের তরুণ তখন সদ্য কাস্টম্সের চাকরিতে ঢুকেছেন। পদ্মা পেরিয়ে, মুক্তিযোদ্ধাদের পিকআপ ভ্যানে চড়ে পৌঁছন একেবারে রণাঙ্গনের মাঝে। আনন্দবাজার অনলাইনে সৌম্যজিতের সেই এক দিনের অ্যাডভেঞ্চারের গল্প।