প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: ঋতুপর্ণা
পুরনো সাজের আভিজাত্য নাকি সাজে নতুনত্বের ছোঁয়া? একই পোশাক অথচ সাজ ভিন্ন, কী ভাবে সম্ভব? নতুন প্রজন্মের ফ্যাশন নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরলেন মমতাশঙ্কর এবং বিবি রাসেল। অন্য দিকে, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে ফ্যাশন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’।