Kolkata Metro Viral Kiss

এক চুমুতেই তোলপাড়! কালীঘাট মেট্রো স্টেশনের ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বলছে কলকাতা?

মেট্রো স্টেশনে দাঁড়িয়ে, যুগল একে অপরের ওষ্ঠ মিলনে বিভোর, হুঁশ ছুটে আত্মভোলা — এমন ঘটনা কলকাতা দেখেনি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩
Advertisement

৪০ বছরের ইতিহাস। কলকাতার অনেক কিছুর সাক্ষী পাতাল রেল। এমন বিড়ম্বনা সম্ভবত এই প্রথম। যুগলের অন্তরঙ্গ দৃশ্যে একাধিকবার শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। রাজধানীর চলন্ত মেট্রোয় হস্তমৈথুন, বিড়ি খাওয়ার মতো ঘটনাও দেখা গিয়েছে। দিল্লি মেট্রো যাত্রীদের কাছে যাতায়াতের সময় ভদ্র আচরণের অনুরোধ করেছে। তাতে পরিস্থিতির খুব একটা বদল হয়েছে, তা কিন্তু নয়। যে কোনও উপায়ে ভাইরাল হতে হবে। তাই কখনও অন্তর্বাস পরে ভ্রমণ। কখনও আবার ভিড়ে ঠাসা কামরায় চটুল গানে তরুণীর নেচে ওঠা— বিতর্ক দিল্লি মেট্রোর নিত্যযাত্রী। (আম্বিয়েন্স) এ সব থেকে বরবার তফাতেই থেকেছে ভারতের ‘কালচারাল ক্যাপিটাল’। কলকাতা ‘ঠোঁটে ঠোঁট’ ব্যারিকেড গড়েছে ঠিকই, কিন্তু সেটা সুমনের গানে। কেরলে যখন ক্যাফেতে অন্তরঙ্গতার দায়ে হেনস্থার শিকার হয় যুগল, তখন এই কলকাতা প্রতিবাদ করে সদর্পে ঘোষণা করে ‘হোক চুম্বন’। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে, যুগল একে অপরের ওষ্ঠ মিলনে বিভোর, হুঁশ ছুটে আত্মভোলা — এমন ঘটনা কলকাতা দেখেনি। কালীঘাট স্টেশনে ‘কিস কন্ট্রোভার্সি’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement