৫ অগস্ট দেশ ছেড়েছেন হাসিনা। ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ। গত কয়েক মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক দূরত্ব বেড়েছে। ভারত সরব ও পারের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে। এই আবহেই ঢাকা সফরে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। বাংলাদেশে উত্তেজনা কমবে? ভারতের সঙ্গে সম্পর্ক সহজ হবে পড়শির? নয়াদিল্লির দুশ্চিন্তার কারণই বা কী?