সাহেব আমলে শুরু। গোড়ায় পথে নেমেছিল ‘এ’ নম্বরপ্লেটের ট্যাক্সি। এক এক করে উঠে গেছে ‘বি’, ‘সি’, ‘ডি’। পনেরো বছরের নিয়ম মেনে এ বার ‘ই’-এর পালা। হিন্দুস্তান মোটরস অ্যাম্বাসাডর বানানো বন্ধ করেছে ২০১৪ সালেই। নতুন হলুদ ট্যাক্সির জোগান নেই। একের পর এক ১৫ বছরের পুরনো গাড়ি বসে যাওয়ায় অস্তিত্ব সঙ্কটে কলকাতার নস্টালজিয়া।