সম্প্রতি পডকাস্টে ডেবিউ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’ঘণ্টার লম্বা সাক্ষাৎকার দিয়েছেন শিল্পপতি তথা পডকাস্টার নিখিল কামথকে। আর অভিষেক ম্যাচেই প্রধানমন্ত্রী হাট করে খুলে দিয়েছেন তাঁর অন্দরমহল। জবাব দিয়েছেন ২০০২ সালে তাঁর মুখ্যমন্ত্রিত্বে ঘটে যাওয়া গোধরাকাণ্ড নিয়ে। যাকে তাঁর গুজরাট শাসনকালে দগদগে ক্ষত হিসেবে দেখতে অভ্যস্ত বিরোধীরা। এই প্রথম তাঁর মুখ থেকে জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে কী ভাবে সব বাধা পেরিয়ে পৌঁছেছিলেন গোধরার অকুস্থলে।