সাল ২০১৫। তারিখ ১০ জুন। কলকাতার রবিনসন স্ট্রিটে এক বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ। বৃদ্ধের ছেলে পার্থ দে। জানা যায়, পার্থ তাঁর দিদি দেবযানী দে’র কঙ্কালের সঙ্গে মাসের পর মাস বাস করছেন। রবিনসন স্ট্রিটের এই ঘটনা তোলপাড় ফেলে। ২০১৫ থেকে ২০২৫। এই দশ বছরে প্রিয়জনের মৃতদেহ আগলে রাখার ঘটনা বারবার শিরোনামে। কেন প্রিয়জনের দেহ ছাড়তে চায় না মানুষ? দেহ সৎকারের পর কেমন থাকেন তাঁরা?