শুক্রবার সকালে আগুন লাগে তপসিয়ার বস্তিতে। দমকলের ১৫টির বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। দমকল আসতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে দেড়শোর বেশি ঘর, ক্ষোভ বাসিন্দাদের। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান।