প্রতিবেদন: রিঙ্কি, ক্যামেরা: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অলোক
দুর্গাপুজোর সঠিক বিধি নিষেধ ও পুজো পদ্ধতি শেখানোর কর্মশালা চলে প্রতিবছর। এ বারও শোভাবাজার রাজবাড়িতেই হয়ে গেল এই প্রশিক্ষণ কর্মসূচি। পুজোয় বসার আগে পুরোহিতরা কী খাবেন, কী খাবেন না, কী করবেন, কী করবেন না— সবই হাতেকলমে শেখান সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির জয়ন্ত কুশারী। শূলপাণি, রঘুনন্দন বর্ণিত দুর্গাপুজোর তত্ত্ব তিনিই শেখান প্রশিক্ষণ শিবিরে। আগামী দিনে বিবাহের প্রশিক্ষণও দেবেন। ওতে তো বেশি আয় বেশি।