Bowbazar Building Cracked

বৌবাজার বিপর্যয়ের কারণ অনুসন্ধানে মেট্রো সুড়ঙ্গে আনন্দবাজার অনলাইন

মেট্রো বিপর্যয়ের কারণ খুঁজতে সুড়ঙ্গে আনন্দবাজার অনলাইন। শিয়ালদহ থেকে এসপ্লানেড — যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নির্মিত ক্রস প্যাসেজে বিপত্তির কারণ কী? আড়াই কিলোমিটার সুড়ঙ্গ পথে কোথায় থমকে গেল মেট্রোর কাজ, সরেজমিনে আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদন:প্রচেতা ও সৌরভ, সম্পাদনা:ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৫:৪৭
Advertisement

মেট্রো বিপর্যয়ে ফের একবার ফাটল আতঙ্কে বৌবাজার। ১৪ অক্টোবরের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মদন দত্ত লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট। বিপজ্জনক বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। গাফিলতি আসলে কার — চলছে দড়ি টানাটানি। এরই মাঝে দুর্ঘটনার কেন্দ্রস্থল, শিয়ালদহ থেকে এসপ্লানেড — যাত্রী সুরক্ষার্থে নির্মিত ক্রস প্যাসেজে বিপত্তির কারণ কী? সুড়ঙ্গের ঠিক কোথায় বিপত্তি, কী কারণেই বা বিপর্যয়, সরেজমিনে আনন্দবাজার অনলাইন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement