প্রতিবেদন: প্রচেতা
২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ সংলগ্ন চত্বর। চাকরি না পাওয়া পর্যন্ত আমরণ অনশনের ডাক দিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব টেট উত্তীর্ণ প্রার্থীরাই চাকরি পাবেন। নতুন করে কোনও ইন্টারভিউ তাঁরা দেবেন না। অন্যদিকে পর্ষদের তরফে সভাপতি গৌতম পালের বক্তব্য, আইন মেনেই ১১,০০০ শূন্যপদে নিয়োগ হবে। স্বচ্ছতা বজায় রাখতে ইন্টারভিউয়ের গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হবে এবং ওএমআর শিটও প্রকাশ করা হবে। পর্ষদের অভিযোগ, রাজনৈতিক ইন্ধন রয়েছে, এই আন্দোলন ন্যায্য নয়। এই মুহূর্তে আন্দোলনকারীরা আনন্দলোক হাসপাতাল চত্বরের সামনেই অবস্থান করছেন। পুলিশের তরফে মাইকিং করে আন্দোলনকারীদের বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।