সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে এ বছর অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন। ছবি- সংগৃহীত
শুধু পুণ্যার্থী নন, হিমালয়প্রেমীদের কাছে অমরনাথ যাত্রা স্বপ্নের মতো। প্রতি বছর হাজার হাজার মানুষ অমরনাথ গুহার উদ্দেশে যাত্রা করেন। অমরনাথ গুহার মধ্যে বরফ পড়ে তৈরি শিবলিঙ্গই এই যাত্রার মূল আকর্ষণ। কাশ্মীরের ওই দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে অতিক্রম করে গুহা দেখতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন এই সময়ে। তবে আজ চাইলেই কাল এই গুহার উদ্দেশে যাত্রা করতে পারবেন, এমন কিন্তু নয়। ইতিমধ্যেই সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে এ বছর অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন। চাইলে অনলাইনে অথবা অফলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হবে এই বছরের যাত্রা। পহেলগাঁও-এর অনন্তনাগ জেলা এবং বালটাল— এই দু’টি পথ দিয়েই একই সঙ্গে যাত্রা শুরু হবে। কিন্তু তার জন্য কী কী প্রস্তুতি নিতে হবে তা জানা আছে?
অমরনাথের উদ্দেশে যাত্রা করতে গেলে আগে নিজের নাম নথিভুক্ত করাতে হবে।
১) অনলাইনে রেজিস্ট্রেশন করতে মাথাপিছু খরচ হবে ২২০ টাকা।
২) বিদেশি ভ্রমণার্থীদের জন্য রেজিস্ট্রেশন করতে মাথাপিছু খরচ হবে ১৫২০ টাকা।
৩) ১৩ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত পুরুষ এবং মহিলারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
৪) তবে অন্তঃসত্ত্বা কোনও মহিলাই এই গুহার উদ্দেশে যাত্রা করতে পারবেন না।
৫) যাত্রার সময়ে অবশ্যই নিজের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
অনলাইনে রেজিস্ট্রেশন করতে ‘শ্রী অমরনাথজী শ্রাইন বোর্ড’-এর নিজস্ব ওয়েবসাইট http://jksasb.nic.in ক্লিক করলেই হবে। এ ছাড়াও ফোনে ‘এসএএসবি’ অ্যাপ ডাউনলোড করে নিলে সেখান থেকে যাত্রা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব।