Flying Naked

রইল ঝোলা, চলল ভোলা, এটিই নাকি নয়া সফর-পন্থা? জানেন কি এমন ভ্রমণের খুঁটিনাটি ?

বিমান সফরে নতুন ট্রেন্ড ‘ফ্লাইং নেকেড’ সফর। নাম শুনে ঘাবড়াবেন না। বরং জেনে নিন, আপনিও এই সফর করতে পারেন কি না?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:১৭
বিমান সফরের নতুন পন্থা সম্পর্কে জানেন?

বিমান সফরের নতুন পন্থা সম্পর্কে জানেন? ছবি:ফ্রিপিক।

ঝোলা ছাড়াই ভোলা যাবে উড়ানে। এটাই নাকি নতুন ট্রেন্ড? আর তা নিয়েই হইচই সমাজমাধ্যমে। সম্প্রতি চর্চার কেন্দ্রবিন্দুতে ‘ফ্লাইং নেকেড’ সফর ।

Advertisement

নাম শুনেই শুরু চর্চা। সফরের এমন নাম শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই। কেউ কেউ ভেবে বসছেন, এ কি, পোশাক খুলে ফেলে সফর নাকি! আসলে তা নয়। বরং ‘ফ্লাইং নেকেড’ সফর মনে করাচ্ছে বাংলায় চলিত প্রবচন— “রইল ঝোলা, চলল ভোলা”। বিষয়টি খানিক এমন, পড়ে থাক জিনিসপত্র। আমি চলি আমার কাজে।

‘ফ্লাইং নেকেড’কে নানা ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা চলছে বিশ্বে। তবে এর মোদ্দা কথা হল, কোনও ব্যাগপত্র ছাড়াই সফর। ভ্রমণ বিষয়ক এক নেটপ্রভাবী জিয়োভানি ফেয়ার্স ‘ফ্লাইং নেকেড’ বলতে এক-কাপড়ে সফরকে বোঝাচ্ছেন।

কিন্তু কোথা থেকে এল এই ধারণা? কেনই বা তা নিয়ে চর্চা? বিমানে সফর করবেন যাত্রীরা, তা-ও প্রয়োজনীয় জিনিস ছাড়া! এ কি সম্ভব? সম্ভব যে, তা একাধিক যাত্রীর কথাতেই স্পষ্ট। অনেকে স্রোতে গা ভাসিয়ে ব্যাগপত্র ছাড়াই বিমানে চড়ছেন। কেউ কেউ জিনিসপত্র না নিয়ে উঠছেন প্রতিবাদ জানাতে।

কানাডা-সহ বিশ্বের একাধিক দেশে বেশ কিছু বিমান সংস্থা ক্যারি অন লাগেজ অর্থাৎ বিমানে সঙ্গে নেওয়ার হাতব্যাগের জন্যও ভাড়া ধার্য করছে। ইকোনমি ক্লাসেও এই নিয়ম বরাদ্দ হয়েছে। তা নিয়ে বিরক্ত যাত্রীদের একটি বৃহত্তর অংশ। অনেকেই সেই খরচ বাঁচাতে ‘ফ্লাইং নেকেড’ সফর বেছে নিচ্ছেন।

কিন্তু কর্মসূত্রেই যান বা ভ্রমণের উদ্দেশ্যে, দু’দিনের জন্য গেলেও তো প্রয়োজনীয় জিনিসপত্র লাগতে পারে। সে ক্ষেত্রে? অনেকেই মনে করেন, দৈনিক সফরে এই ট্রেন্ড কার্যকর হলেও, দিন কয়েকের ভ্রমণে নয়। বিষয়টি নিয়ে দ্বিধাভক্ত নেটাগরিকেরা।

একজন সমাজমাধ্যমে পোস্ট করেছেন, “কোনও রকম ব্যাগপত্র ছাড়া বিমানে চড়া এক অদ্ভুত অভিজ্ঞতা। এ যেন স্থানীয় বাসে চেপে এক শহর থেকে অন্য শহরে যাওয়া।” আবার কেউ স্রোতেও গা ভাসিয়েছেন। এক যাত্রী বলেছেন, “সকালে উঠে মনে হল, কোনও ব্যাগ সঙ্গে রাখব না। ব্যস, বেরিয়ে পড়লাম।” আবার অনেকেই মতে, জরুরি জিনিসপত্র ছাড়া বিমানে ওঠা, এ তো কল্পনাতীত!।

‘ফ্লাইং নেকেড’ নিয়ে পোস্ট করেছিলেন নেটপ্রভাবী ফেয়ার্স। তিনি লিখেছিলেন, ‘‘কাম উইথ মি টু প্যারিস নেকেড… উই ইউল সর্ট অফ।’’ সেখানেই জানিয়েছিলেন, পরনের পোশাক ছাড়া বিমানে চড়ার জন্য আর কোনও পোশাক তিনি সঙ্গে রাখছেন না। তাঁর এই পোস্ট দেখেছেন লক্ষাধিক নেটাগরিক। সেই, বক্তব্য পছন্দ করেছেন অনেকেই । কেউ কেউ এই প্রবাহে গা ভাসিয়ে ক্যারি অন ব্যাগেজের নামে বিমান সংস্থা যে ভাড়া ধার্য করছে, তা বাঁচাতে চাইছেন।

Advertisement
আরও পড়ুন