গোয়ায় পর্যটকদের প্রতারণার অভিযোগের তদন্তে ধৃত এক। —প্রতিনিধিত্বমূলক ছবি।
গোয়ায় ভিলা বুকিংয়ের নামে পর্যটকদের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে গ্বালিয়র থেকে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম দেবেশ পরিহার। অভিযোগ, ভিলা বুক করার জন্য পর্যটকদের কাছ থেকে অনলাইনে অগ্রিম টাকা নেওয়া হত। তার পর সেই বুকিংয়ের ভরসায় পর্যটকেরা গোয়ায় গিয়ে দেখতেন ওই ঠিকানায় কোনও ভিলাই নেই! পুলিশ সূত্রে খবর, এ ভাবে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০০ পর্যটককে প্রতারিত করেছেন দেবেশ।
সম্প্রতি গোয়ার অঞ্জুনা থানায় অভিযোগ জানান এক পর্যটক। তিনি অনলাইনে ২০ হাজার টাকা দিয়ে ভিলার জন্য অগ্রিম বুকিং করেছিলেন। ছত্তীসগঢ়ের ওই পর্যটক গোয়া পৌঁছে দেখেন সেখানে কিছুই নেই। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অঞ্জুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্বালিয়রে দেবেশের খোঁজ পায় পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে গ্বালিয়র পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় গোয়া পুলিশ। সেই অভিযানে গ্বালিয়রের তিকারাম চাক্কি এলাকা থেকে দেবেশকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, দেবেশই এই চক্রের মূল পাণ্ডা।
পুলিশি জেরায় ইতিমধ্যে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছেন। পুলিশ সূত্রে খবর, ভ্রমণ সংক্রান্ত কিছু ওয়েবসাইটে বিভিন্ন ভিলার ছবি আপলোড করতেন তিনি। তার পর ভিলা বুকিং করার নামে অভিযুক্ত পর্যটকদের কাছ থেকে অগ্রিম টাকা নিতেন। এই ঘটনায় দেবেশের পাশাপাশি আরও বেশ কয়েক জন জড়িত রয়েছেন বলে সন্দেহ পুলিশের। তেলঙ্গানার হায়দরাবাদ এবং রাজস্থানের জয়পুর, এই দুই শহর থেকে মোট তিন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশিও চলছে।