Wimbledon 2024

রবিবার উইম্বলডন ফাইনাল দেখতে হলে খসবে কয়েক লক্ষ টাকা, সবচেয়ে দামি কি এই ম্যাচের টিকিটই?

পর পর দু’বার উইম্বলডনের ফাইনাল খেলবেন জোকোভিচ এবং আলকারাজ়। সেই ম্যাচের টিকিট কিনতে গেলে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা খরচ করতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৬:৫৮
Djokovic and Alcaraz

(বাঁ দিকে) নোভাক জোকোভিচ। কার্লোস আলকারাজ় (ডান দিকে)। —ফাইল চিত্র।

নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ় মুখোমুখি হবেন উইম্বলডন ফাইনালে। রবিবার সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। তাই দামও বাড়ছে সময়ের সঙ্গে। পর পর দু’বার উইম্বলডনের ফাইনাল খেলবেন জোকোভিচ এবং আলকারাজ়। সেই ম্যাচের টিকিট কিনতে গেলে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা খরচ করতে হবে।

Advertisement

উইম্বলডনের সেন্টার কোর্টে আসনসংখ্যা ১৪,৯৭৯। আমেরিকার ক্রীড়া ধারাভাষ্যকার ড্যারেন রভেলের দাবি, “উইম্বলডন ফাইনালে জোকোভিচ-আলকারাজ় ম্যাচের টিকিটের দাম খেলার ইতিহাসে সবচেয়ে বেশি হতে চলেছে। রবিবার সবচেয়ে খারাপ আসনের দামই ১০ হাজার ডলার (প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা)।”

সবচেয়ে কম দামের টিকিটও যদি সব বিক্রি হয়ে যায় তা হলে প্রায় ১২৫২ কোটি টাকা আয় হবে উইম্বলডন কর্তৃপক্ষের। যা উইম্বলডনের পুরো পুরস্কারমূল্যের চেয়ে বেশি। যদিও অনলাইনে উইম্বলডন ফাইনালের টিকিট কাটতে গেলে ১০ হাজার ডলারের কম দামের টিকিট পাওয়া যাচ্ছে। রভেলের দাবি নিয়ে তাই প্রশ্ন থাকছে।

এই বছর প্রথম বার মুখোমুখি হতে চলেছেন জোকোভিচ এবং আলকারাজ়। ২০২৩ সালে দু’বার মুখোমুখি হয়েছিলেন তাঁরা। দু’বারই জিতেছিলেন জোকোভিচ। এখনও পর্যন্ত পাঁচ বারের মধ্যে তিন বার জিতেছেন তিনি। দু’বার জিতেছিলেন আলকারাজ়।

রজার ফেডেরার অবসর নিয়েছেন। চোটের কারণে খেলতে পারেন না রাফায়েল নাদালও। ফলে এখন টেনিস দুনিয়ায় জোকোভিচই সবচেয়ে আলোচনার কেন্দ্রে। আর ২১ বছরের আলকারাজ় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন। তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। তাঁর সঙ্গে জোকোভিচের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।

Advertisement
আরও পড়ুন