Basanti rape and murder case

সঞ্জয়ের যাবজ্জীবন সাজার দিনেই নাবালিকার নগ্ন দেহ উদ্ধার মাঠ খুঁড়ে! ধর্ষণ করে খুনের অভিযোগ বাসন্তীতে

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আজীবন যাবজ্জীবনের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। সেই দিনেই এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৪২
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আজীবন যাবজ্জীবনের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। সেই দিনেই এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে।

Advertisement

গত ১২ দিন ধরে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী। সোমবার বিকেলে বাড়ির অদূরে একটি মাঠ খুঁড়ে তার নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘‘৯ তারিখ থেকে মেয়েটি নিখোঁজ ছিল। ১২ তারিখ পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’’

স্থানীয় সূত্রে খবর, নাবালিকা নিখোঁজ হওয়ার পরেই পরিবার বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি। অবশেষে সোমবার বিকেলে তার দেহ মেলে। পরিবারের অভিযোগ, গত ৯ জানুয়ারি মেয়েকে এলাকার এক যুবক ডেকে নিয়ে গিয়েছিলেন। তার পর থেকেই সে নিখোঁজ। এলাকারই কয়েক জন যুবক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন করেছেন বলে অভিযোগ তুলেছে পরিবার।

নাবালিকার দেহ উদ্ধারের পরেই তেতে ওঠে গোটা গ্রাম। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। দেহ আটকেও রেখেছিলেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন