Jammu and Kashmir Clash

কাশ্মীরে জঙ্গিদের হামলায় হত সেনা জওয়ান, রবিবার রাত থেকে গুলির লড়াই চলছে সোপোরের গ্রামে

পুলিশের দাবি, জ়ালোরা গুজ্জরপতি অঞ্চলে জঙ্গিদের একটি ডেরার সন্ধান পেয়ে রবিবার গভীর রাতে হানা দিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৩২
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান।

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান। —ফাইল চিত্র।

রবিবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের সোপোরে। জ়ালোরা গুজ্জরপতি এলাকায় সেই সংঘর্ষে এক সেনা জওয়ানের মৃত্যু ঘটেছে বলে সোমবার দুপুরে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশের দাবি, জ়ালোরা গুজ্জরপতি অঞ্চলে জঙ্গিদের একটি ডেরার সন্ধান পেয়ে রবিবার গভীর রাতে হানা দিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। কিন্তু অভিযানের আঁচ পেয়ে সতর্ক ছিল জঙ্গিরা। যৌথবাহিনী গ্রামে পৌঁছলে গুলি এবং গ্রেনেড হামলা চালায় তারা। সে সময় ওই জওয়ান গুলিবিদ্ধ হন।

জঙ্গিদের ওই ডেরা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে সেনা। কিন্তু সোমবার সকাল পর্যন্ত ওই এলাকায় গুলির লড়াই চলেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জঙ্গিদের সন্ধানে এলাকা ঘিরে তল্লাশি অভিযান (যার পোশাকি নাম, ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ বা ক্যাসো) শুরু করেছে সেনা, আধাসেনা এবং পুলিশ।

Advertisement
আরও পড়ুন