অংশুমান গায়কোয়াড়। —ফাইল চিত্র।
ব্লাড ক্যানসারে আক্রান্ত অংশুমান গায়কোয়াড়ের চিকিৎসার জন্য ১ কোটি টাকা দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচের চিকিৎসা চলছে লন্ডনের এক হাসপাতালে। চিকিৎসার বিপুল খরচ সামলাতে পারছে না তাঁর পরিবার।
গায়কোয়াড়ের পরিস্থিতির কথা জানিয়ে বিসিসিআইয়ের দৃষ্টি প্রথম আকর্ষণ করেছিলেন সন্দীপ পাতিল। ১৯৮৩ সালের বিশ্বজয়ীর পর বোর্ডের কাছে আবেদন জানান ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবও। ব্যক্তিগত ভাবে সাহায্যের কথাও বলেছিলেন কপিল। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে গায়কোয়াড়ের। সেখানে তাঁকে দেখতে যান পাতিল ও দিলীপ বেঙ্গসরকার। পরে পাতিল ফোনে কথা বলেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গে। এর পর বিসিসিআই সচিব জয় শাহ ফোনে কথা বলেন গায়কোয়াড়ের পরিবারের সদস্যদের সঙ্গে। কঠিন সময় তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বোর্ড সচিব। রবিবার বিসিসিআই জানিয়েছে, গায়কোয়াড়ের চিকিৎসার জন্য ১ কোটি টাকা দেওয়া হবে।
১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল গায়কোয়াড়ের। সেই বছরই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দলে অভিষেক হয়েছিল তাঁর। দেশের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। করেছেন মোট ২২৫৪ রান। টেস্টে দু’টি শতরান রয়েছে তাঁর।
১৯৯৭ সালে প্রথম বার ভারতীয় দলের কোচ হন তিনি। ২০০০ সাল পর্যন্ত কোচের দায়িত্ব সামলেছেন গায়কোয়াড়। সেই সময় ম্যাচ গড়াপেটার অভিযোগে উত্তাল ভারতীয় ক্রিকেট। ঠান্ডা মাথায় দল চালাতেন গায়কোয়াড়। তাঁর সময়েই পাকিস্তানের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে।