India Women Hockey Team

Tokyo Olympics: ভারতের মহিলা হকি দলের জয়ই দেখছেন শাহরুখ

ভারতের মেয়েরা সেমিফাইনালে ওঠার পরই মজার টুইট করেন পর্দার ‘কবীর খান’।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৩:০৩
ভারতের মহিলা হকি দলের পাশে শাহরুখ

ভারতের মহিলা হকি দলের পাশে শাহরুখ ফাইল চিত্র

টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের অনেক কাছাকাছি এলেও খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতের মহিলা হকি দলকে। চতুর্থ হলেও মেয়েদের এই লড়াই দেখে মুগ্ধ প্রত্যেকেই। রিয়ো অলিম্পিক্সে সোনা জেতা গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেলেও রানি রামপালদের প্রশংসা করলেন শাহরুখ খান


টুইটারে বলিউড সুপারস্টার লেখেন, ‘আশাভঙ্গ! তবে ভারতের মহিলা হকি দলের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যথেষ্ট কারণ রয়েছে। তোমরা ভারতের সকলকে গর্বিত করেছ। সেটাই একটা বড় জয়।’

ভারতের মেয়েরা সেমিফাইনালে ওঠার পরই মজার টুইট করেন পর্দার ‘কবীর খান’। ব্রোঞ্জ জয়ের ম্যাচে একটা সময় ০-২ গোলে পিছিয়ে থাকলেও ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। তবে শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত হেরে যেতে হয় ভারতকে।

Advertisement

গত রিয়ো অলিম্পিক্সে একটাও ম্যাচ জিততে না পেরে ফিরতে হয় ভারতকে। তবে ৫ বছর পর টোকিয়ো অলিম্পিক্সেই ঘুরে দাঁড়িয়েছে তারা। প্রথম তিনটি ম্যাচ হারতে হলেও পরপর ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যান রানিরা।

Advertisement
আরও পড়ুন