—প্রতীকী ছবি।
মুম্বইতে সহারা গোষ্ঠীর জমিতে আবাসন তৈরি করে লগ্নিকারীদের বকেয়া মেটানো যায় কি না, এ বার সেবি এবং মামলার উপদেষ্টার থেকে জানতে চাইল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে প্রস্তাব জমা করেছে দু’টি সংস্থা। সেগুলি হল, ওবেরয় রিয়্যালিটি এবং ভ্যালর রিয়্যালিটি। শেষের সংস্থাটির আগে নাম ছিল ডিবি রিয়্যালিটি। উল্লেখ্য মুম্বইতে সহারা গোষ্ঠীর ১০৬ একর জমি রয়েছে।
সম্প্রতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চে সহারা মামলার শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী। আদালতের তরফে নির্মাণ সংস্থাগুলিকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে হাজার কোটি টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ আদালত বলেছে, যতক্ষণ না লগ্নিকারীদের বকেয়া মেটানোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ নির্মাণ সংস্থাগুলির জমা করা টাকায় হাত দেওয়া হবে না। এর পর বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে টাকাটি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির হাতে তুলে দেওয়া হবে। শেষে সহারারা লগ্নিকারীদের বকেয়া মিটিয়ে দেবে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। সেবি-সহারা রিফান্ড অ্যাকাউন্টের মাধ্যমে চলবে সেই লেনদেন।
সহারার লগ্নিকারীদের মোট বকেয়ার পরিমাণ ১০ হাজার কোটি টাকা বলে জানা গিয়েছে। সেই টাকা মেটানোর ব্যাপারে চলা মামলার শুনানি আপাতত তিন সপ্তাহের জন্য স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সেবির এবং মামলার উপদেষ্টার থেকে এই সংক্রান্ত পরিকল্পনা জমা পড়লে আদালত পরবর্তী নির্দেশ দেবে বলে মনে করা হচ্ছে।
গত বছরের (পড়ুন ২০২৪) সেপ্টেম্বরে সহারাকে একটি যৌথ উদ্যোগের অনুমতি দেয় দেশের সর্বোচ্চ আদালত। এর পরই মুম্বইয়ের জমি থেকে ১০ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা করে সহারা কর্তৃপক্ষ।