Neeraj Chopra

Tokyo Olympics: নীরজের প্রশংসা করা আর্শাদের নামে টুইট! পুরোটাই ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে

নীরজ চোপড়া সোনা জেতার পর পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের করা একাধিক টুইট ভুয়ো অ্যাকাউন্ট থেকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ০৮:২৪
নীরজ চোপড়া এবং আর্শাদ নাদিম।

নীরজ চোপড়া এবং আর্শাদ নাদিম।

নীরজ চোপড়া অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতায় তাঁকে টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন আর্শাদ নাদিম। কিন্তু পরে সেই টুইট মুছে দেন। এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় নেট মাধ্যম। কিন্তু পরে জানা যায় পুরো ঘটনাটাই একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে।

পাকিস্তানের আর্শাদ জ্যাভলিনের ফাইনালে নীরজের প্রতিপক্ষ হিসেবে ছিলেন। পঞ্চম স্থানে শেষ করেন। নীরজকে আদর্শ হিসেবে মেনেছেন আর্শাদ। নীরজ সোনা জেতায় আর্শাদ টুইট করে তাঁর প্রশংসা করেছিলেন। এর জন্য তিনি প্রশংসিত হন। পরে জানা যায়, এটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়েছে।

Advertisement

শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সেই পোস্ট মুছে দিয়েছেন আর্শাদ। সেটি নিয়েও তোলপাড় হয়। কিন্তু স্বাভাবিক ভাবে সেটিও ভুয়ো অ্যাকাউন্ট থেকেই।

আনন্দবাজার অনলাইনে আর্শাদের ভুয়ো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা গোটা বিষয়টি সংবাদ হিসেবে পরিবেশিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

Advertisement
আরও পড়ুন