Tokyo Olympics 2020

Tokyo Olympics: নীরজ চোপড়াকে নিয়ে পাকিস্তানের আর্শাদ নাদিমের নামে টুইট ছিল ভুয়ো অ্যাকাউন্ট থেকে

নীরজ চোপড়া সোনা জেতার পর পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের করা টুইট ভুয়ো অ্যাকাউন্ট থেকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:৫৭
নীরজ চোপড়া এবং আর্শাদ নাদিম।

নীরজ চোপড়া এবং আর্শাদ নাদিম।

নীরজ চোপড়া সোনা জেতায় গোটা ভারত যেমন উচ্ছ্বসিত, তেমনই ওয়াঘার ও পারের এক ক্রীড়াবিদও খুশিতে ভাসছেন নিজের আদর্শকে জিততে দেখে। নীরজ সোনা জেতার পর পাকিস্তানের আর্শাদ নাদিম টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু পরে জানা গিয়েছে, একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে টুইটটি করা হয়েছিল।

নীরজের সঙ্গেই অলিম্পিক্স জ্যাভলিনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আর্শাদ। কিন্তু পদক জিততে পারেননি। যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করলেও ফাইনালে তিনি পঞ্চম স্থানে শেষ করেন।

Advertisement

ট্র্যাকে একাধিকবার তাঁকে কথা বলতে দেখা গিয়েছে নীরজের সঙ্গে। পদক জেতার পরেই ভারতীয় ক্রীড়াবিদের উদ্দেশে আর্শাদ টুইট করেন, ‘সোনা জেতার জন্য আমার আদর্শ নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। দুঃখিত পাকিস্তান, আমি তোমাদের জন্য পদক জিততে পারলাম না’। কিন্তু এই টুইট ভুয়ো অ্যাকাউন্ট থেকে।

আনন্দবাজার অনলাইনে আর্শাদের ভুয়ো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা গোটা বিষয়টি সংবাদ হিসেবে পরিবেশিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

Advertisement
আরও পড়ুন