T20 World Cup 2024

বিশ্বকাপে বুধবারের ম্যাচের আগে রোহিত-কোহলি লড়াই! কী হল ভারতীয় দলের অনুশীলনে?

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে মুখোমুখি বিরাট কোহলি ও রোহিত শর্মা। কী হল অনুশীলনে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ১৫:২৯
cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি: পিটিআই।

বুধবার আমেরিকার বিরুদ্ধে নামার আগে নিজেদের মধ্যে লড়াই হল ভারতীয় দলে। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে অনুশীলনে মুখোমুখি বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেখানে রোহিতকে হারিয়ে দিলেন বিরাট।

Advertisement

বুধবারের ম্যাচের আগে অনুশীলনের সময় হয় এই প্রতিযোগিতা। ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি দলে ছিলেন পাঁচ জন করে ক্রিকেটার। এক দলে ছিলেন বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চহাল ও শিবম দুবে। আর একটি দলে ছিলেন রোহিত, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, ঋষভ পন্থ ও কুলদীপ যাদব। তৃতীয় দলে ছিলেন রবীন্দ্র জাডেজা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরা ও আরশদীপ সিংহ।

কোন দল লক্ষ্যে বল মারতে কতটা দক্ষ তারই পরীক্ষা ছিল। নজর রেখেছিলেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ। প্রতিটি দলের কাছে ১৫ বার করে বল ছোড়ার সুযোগ ছিল। ছ’টি লক্ষ্য ছিল তাদের সামনে। ১৫ জনের মধ্যে চার জন উইকেটে বল মারতে পারেন। বিরাট, যশস্বী ও শিবম উইকেটে বল মারেন। বিরাট দু’বার বল লক্ষ্যে মারেন। বাকিদের মধ্যে একমাত্র সূর্যকুমার সেটি করতে পারেন। ফলে এই লড়াইয়ে জিতে যান কোহলিরা। ম্যাচ শেষে দলের পাঁচ জনকে উল্লাস করতে দেখা যায়।

এর আগে প্রতিটি ম্যাচ শেষে সেরা ভারতীয় ফিল্ডারকে পুরস্কার দেওয়ার নিয়ম চালু করেছেন দিলীপ। ক্রিকেটারেরা যাতে আরও ভাল ফিল্ডিং করেন তার জন্যই এই পুরস্কার চালু হয়েছে। এ বার নিজেদের মধ্যে আরও একটি প্রতিযোগিতা শুরু করলেন দিলীপ। সেখানে প্রথম লড়াইয়ে জিতল কোহলির দল।

Advertisement
আরও পড়ুন