Vinod Kambli

কাম্বলির অসুস্থতার ভিডিয়ো দেখে আবেগতাড়িত সিন্ধু, বললেন, ‘জীবনটা হালকা ভাবে নেবেন না’

কিছু দিন আগেই বিনোদ কাম্বলির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। একটি অনুষ্ঠানে উঠেই দাঁড়াতে পারছিলেন না। তার কিছু দিন পরেই হাসপাতালে ভর্তি হন। সেই ভিডিয়ো দেখে আবেগতাড়িত পিভি সিন্ধু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২৩:০৩
sports

(বাঁ দিকে) বিনোদ কাম্বলি। পিভি সিন্ধু (ডান দিকে)। — ফাইল চিত্র।

কিছু দিন আগেই বিনোদ কাম্বলির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে উঠেই দাঁড়াতে পারছিলেন না। তার কিছু দিন পরেই হাসপাতালে ভর্তি হন। সেই ভিডিয়ো দেখে আবেগতাড়িত পিভি সিন্ধু। দু’বারের অলিম্পিক্স পদকজয়ীর পরামর্শ, জীবনটা হালকা ভাবে নেওয়া উচিত নয়।

Advertisement

এক ওয়েবসাইটে সিন্ধু বলেছেন, “আমি বিনোদ কাম্বলির ওই ভিডিয়ো দেখেছি। জীবনটা বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণে রাখা দরকার। এমন জিনিসে বিনিয়োগ করুন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তাই আমার মতে, বিলাসিতা করে টাকা খরচ করার চেয়ে নিয়ন্ত্রণ রেখে বিনিয়োগ করা ভাল।”

কেন এই কাজ করা উচিত তা-ও বলেছেন সিন্ধু। তাঁর কথায়, “বুদ্ধি করে বিনিয়োগ করতে হবে। ক্রীড়াবিদ থাকার সময় অনেকে আপনার পাশে থাকবে। কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। কর দিতে হবে। না দিলে সমস্যায় পড়বেন। আমার দেখাশোনা করেন বাবা-মা। বিনিয়োগের খেয়াল রাখে স্বামী। এখনও পর্যন্ত অর্থকষ্টে পড়তে হয়নি। তার জন্য আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, এক সময় ভারতের প্রতিভাবান ক্রিকেটার হিসাবে পরিচিতি পেয়েছিলেন কাম্বলি। সতীর্থ সচিন তেন্ডুলকরের থেকেও এগিয়ে রাখা হত তাঁকে। বিশৃঙ্খল জীবনযাপনের কারণে দ্রুত ক্রিকেট থেকে দূরে সরে যান। কাম্বলির ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন সিন্ধু। তাঁর পরামর্শ, “জীবনে এমন মানুষ থাকা দরকার যারা আপনাকে সঠিক রাস্তা দেখাবে।

Advertisement
আরও পড়ুন