Kolkata Knight Riders vs Gujarat Titans

ইডেনে কাবুলিওয়ালাদের চমক! একটিই আউট, জড়িয়ে তিন আফগান

দুই দল মিলিয়ে খেলছেন আফগানিস্তানের তিন জন ক্রিকেটার। শনিবার ইডেনে কলকাতা বনাম গুজরাত ম্যাচে একটি আউটের পিছনে তিন আফগান ক্রিকেটারকেই জড়িত থাকতে দেখা গেল।

Advertisement
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১৮:০২
afghan

এক আউটে জড়িয়ে থাকলেন তিন আফগান। ছবি: আইপিএল

দুই দল মিলিয়ে খেলছেন আফগানিস্তানের তিন জন ক্রিকেটার। শনিবার ইডেনে কলকাতা বনাম গুজরাত ম্যাচে একটি আউটের পিছনে তিন আফগান ক্রিকেটারকেই জড়িত থাকতে দেখা গেল। এক আফগান ছক্কা মারতে গেলেন, তাঁর ক্যাচ ধরলেন বিপক্ষ দলের এক আফগান। বিপক্ষ দলের বোলারও ছিলেন এক আফগান।

কী হয়েছে ব্যাপারটি?

Advertisement

কলকাতার ইনিংসের ১৬তম ওভারে বল করতে এসেছিলেন গুজরাতের আফগান ক্রিকেটার নুর আহমদ। উল্টো দিকে ছিলেন কলকাতার আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ। দু’জনেই ভাল খেলছিলেন। গুরবাজকে লক্ষ্য করে নীচু ফুল টস বল করেছিলেন নুর। গুরবাজ সোজা মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে ছক্কা হাঁকাতে যান।

কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঠিক মতো হয়নি। ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং করছিলেন রশিদ খান। বল হাতে বিশেষ কিছু করতে পারেননি এ দিন। কিন্তু এই ক্যাচটি নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন। শতরানের স্বপ্ন দেখাতে থাকা গুরবাজ আউট হন ৮১ রান করে।

এ বারের আইপিএলে পাঁচ আফগান ক্রিকেটার খেলছেন। গুজরাত এবং কলকাতা মিলিয়ে তিন ক্রিকেটার ছাড়াও লখনউয়ের হয়ে নবীন উল হক এবং হায়দরাবাদের ফজলহক ফারুকি ভাল খেলেছেন। অতীতে কলকাতা দলের হয়ে খেলে গিয়েছেন মহম্মদ নবি। তবে গোটা মরসুমে তাঁকে সুযোগ দেয়নি কেকেআর। এ ছাড়া মুজিব উর রহমানকেও আগে হায়দরাবাদের হয়ে খেলতে দেখা গিয়েছে। কেউই এ বারের নিলামে বিক্রি হননি।

Advertisement
আরও পড়ুন