—প্রতিনিধিত্বমূলক চিত্র।
শনিবার আইএসএল ডার্বি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেই ম্যাচের চার ঘণ্টা আগে ছোটদের ডার্বি জিতল মোহনবাগান। ২-১ গোলে জিতল সবুজ-মেরুন।
কল্যাণীর মাঠে রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের গ্রুপ পর্বের ম্যাচ ছিল। সেখানে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৫ ফুটবলারেরা নেমেছিল। প্রথমে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের অনেকটা সময় পর্যন্ত এগিয়ে ছিল তারা। মোহনবাগানের রক্ষাকর্তা হয়ে ওঠে রাজদীপ পাল। নির্ধারিত সময়ের খেলায় সমতা ফেরায় সে। পরে সংযুক্তি সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে রাজদীপ।
মোহনবাগান সমতা ফেরানোর পরে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি পায় তারা। কিন্তু গোল করতে পারেনি লাল-হলুদ ফুটবলার। তার খেসারত দিতে হয় দলকে। রাজদীপ দ্বিতীয় গোল করার পরে আর ফেরার সম্ভাবনা ছিল না ইস্টবেঙ্গলের। ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
শনিবার অবশ্য আরও একটি ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে এআইএফএফ অনূর্ধ্ব-১৭ এলিট ইয়ুথ লিগের ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ। সেই ম্যাচ ইস্টবেঙ্গল জেতে ২-০ গোলে। দু’টি গোলই করেন শেখর সর্দার।
বড়দের ডার্বিতে নামার আগে দুই প্রধানের অবস্থা দু’রকম। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল রয়েছে ১১ নম্বরে। তবে ডার্বিতে কোনও দলকে এগিয়ে রাখা মুশকিল। আইএসএলের প্রথম লেগের ডার্বি জিতেছিল মোহনবাগান। এখন দেখার, ফিরতি ডার্বির রং কী হয়।