IPL 2024

রাজস্থান ম্যাচের আগে ফুরফুরে রোহিত, নিজে গাড়ি চালিয়ে গেলেন মাঠে, নজর কাড়ল গাড়ির নম্বর

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চাপে থাকলেও রোহিত রয়েছেন নিজের মেজাজে। টিম বাস ছেড়ে নিজের নতুন গাড়ি নিয়ে গেলেন মাঠে। নজর কাড়ল ভারতীয় দলের অধিনায়কের গাড়ির নম্বর প্লেট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৯:৫৫
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে খোশ মেজাজে রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ককে দেখা গিয়েছে মুম্বইয়ের রাস্তায় গাড়ি চালাতে। এই দৃশ্য মুম্বইবাসীর কাছে নতুন নয়। তবু রোহিতের বিলাসবহুল গাড়ির একটি জিনিস নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

এ বারের আইপিএলে এখনও জয়ের স্বাদ পায়নি মুম্বই। হার্দিক পাণ্ড্যর দল প্রতিযোগিতার শুরুতেই দু’টি ম্যাচ হেরে কিছুটা চাপে। সোমবার ঘরের মাঠে রাজস্থানের কাছে হারলে সেই চাপ আরও বৃদ্ধি পাবে। মুম্বইয়ের নেতৃত্ব হারানো রোহিত কিন্তু রয়েছেন ফুরফুরে মেজাজে। নতুন বিলাসবহুল গাড়ি নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি। দলের বাসে না উঠে নিজে গাড়ি চালিয়ে অনুশীলনের জন্য মাঠে গেলেন ভারতীয় দলের অধিনায়ক। ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ল রোহিতের গাড়ির নম্বর প্লেট। যা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

রোহিতের নতুন গাড়ির নম্বর এমএইচ ০১ ইকিউ ০২৬৪। শেষ তিনটি সংখ্যা দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। ২৬৪ এক দিনের ক্রিকেটে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস। ২০১৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত। ভারতীয় দলের অধিনায়কের নতুন গাড়ির নম্বরেও সেই ২৬৪ ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করেছে।

Advertisement
আরও পড়ুন