IPL 2023

আইপিএলে কোন দলের সমর্থক রশ্মিকা? অভিনেত্রীর প্রিয় ক্রিকেটার কে?

আইপিএলের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলেছিলেন রশ্মিকা। অসংখ্য ভক্ত রয়েছে দক্ষিণ ভারতের এই অভিনেত্রীর। তিনিও এক ক্রিকেটারের ভক্ত। একটি বিশেষ দলের সমর্থকও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০২৩ ২১:১৯
picture of Rashmika Mandanna

আইপিএলে প্রিয় দল এবং প্রিয় ক্রিকেটারের নাম জানিয়েছেন রশ্মিকা। ছবি: টুইটার।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম চমক ছিলেন রশ্মিকা মন্দানা। শুধু ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান নয়, ক্রিকেট নিয়েও যথেষ্ট আগ্রহ আছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রীর। আইপিএলের একটি বিশেষ দলের সমর্থক তিনি।

অসংখ্য মানুষ রশ্মিকার অনুরাগী। তিনিও এক ক্রিকেটারের অনুরাগী। কন্নড়, তামিল এবং তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা নিজেই জানিয়েছেন সে কথা। কোন ক্রিকেটার তাঁর প্রিয়, তাও জানিয়েছেন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বলেছেন, ‘‘আইপিএলে আমার প্রিয় দল আরসিবি। আমি বেঙ্গালুরুতে থাকি। কর্নাটকের মানুষ। স্বাভাবিক ভাবেই আমার সমর্থন থাকে বেঙ্গালুরুর প্রতি।’’ এ বারের আইপিএলে বিরাট কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার কি সম্ভাবনা রয়েছে? রশ্মিকা বলেছেন, ‘‘জানি আমার প্রিয় দল এখনও আইপিএল জিততে পারেনি। তবে এ বার কাপ আমাদের। দল যে ভাবে খেলছে আশাবাদী হওয়াই যায়। মনে হচ্ছে আরসিবি এ বার জিততে পারবে।’’

Advertisement

আইপিএলের প্রিয় দলের পাশাপাশি প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন রশ্মিকা। জনপ্রিয় অভিনেত্রী বলেছেন, ‘‘বিরাট স্যর। উনি এক দম অন্যরকম। অসাধারণ।’’ এ বারের আইপিএলে ভাল ছন্দে রয়েছেন কোহলি। এখনও ন’টি ম্যাচে পর্যন্ত পাঁচটি অর্ধশতরান করেছেন। সোমবারের ম্যাচ পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬৪ রান। আইপিএলের উদ্বোধনী মঞ্চে ঝড় তোলা রশ্মিকার আশা, তাঁর প্রিয় ক্রিকেটারও ঝড় তুলে বেঙ্গালুরুকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করবেন।

Advertisement
আরও পড়ুন