IPL 2024

আইপিএল ফাইনালের আগে ১০ প্রশ্ন! দলের গোপন কথা ফাঁস কেকেআরের নারাইন, রাসেলের

রবিবার আইপিএলের ফাইনাল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ফাইনালের আগে দলের সব গোপন কথা ফাঁস করে দিলেন সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ১৬:৪৪
cricket

সুনীল নারাইন (বাঁ দিকে) ও আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

খোশমেজাজে রয়েছেন কেকেআরের ক্রিকেটারেরা। রবিবার আইপিএলের ফাইনাল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ফাইনালের আগে অনুশীলনের মাঝে দলের সব গোপন কথা ফাঁস করে দিলেন সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল।

Advertisement

মাঠে বসে একটি র‌্যাপিড ফায়ারে অংশ নেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই তারকা। সেখানেই সতীর্থদের নিয়ে অনেক কথা বলেন তাঁরা। কোনও কোনও প্রশ্নে একই জবাব দিচ্ছিলেন নারাইন ও রাসেল। আবার কোনও প্রশ্নের জবাব আলাদা হচ্ছিল।

প্রশ্ন: দলে আপনার সবচেয়ে ভাল বন্ধু কে?

রাসেল— নারাইন।

নারাইন— রাসেল।

প্রশ্ন: দলে সবচেয়ে অলস কে?

রাসেল— আমি অলস বলব না। কিন্তু সবচেয়ে বেশি যে শুয়ে-বসে থাকে সে বোধহয় আমি নিজেই।

নারাইন— আমি।

প্রশ্ন: মাঠে সবচেয়ে বেশি স্লেজ কে করে?

রাসেল— ফিল সল্ট।

নারাইন— ফিল সল্ট।

প্রশ্ন: দলে সবচেয়ে বেশি হাসায় কে?

রাসেল— রিঙ্কু সিংহ।

নারাইন— রিঙ্কু সিংহ।

প্রশ্ন: দলে সবচেয়ে খারাপ নাচে কে?

রাসেল— বেঙ্কটেশ আয়ার।

নারাইন— বেঙ্কটেশ আয়ার।

প্রশ্ন: সবচেয়ে বেশি ভাব দেখায় কে?

রাসেল— আমি। তা ছাড়া দলের অধিনায়ক শ্রেয়স আয়ারও আছে।

নারাইন— আমাদের দলের সবাই মাটির মানুষ। তাই আমরা ভাব দেখাই না। মাঠে নেমে ম্যাচ জেতার চেষ্টা করি।

প্রশ্ন: দলে সবচেয়ে মজা করে কে?

রাসেল— বেঙ্কটেশ আয়ার।

নারাইন— বেঙ্কটেশ আয়ার।

প্রশ্ন: সবচেয়ে খারাপ চুলের ছাঁট কার?

রাসেল— সুযশ শর্মা। আমার মনে হয় দর্জির কাছে ও চুল কাটায়।

নারাইন— সুযশ শর্মা।

প্রশ্ন: কেকেআরে খেলার অভিজ্ঞতা এক বা দু’কথায় কেমন?

রাসেল— পরিবার ও ভালবাসা। নারাইন— দুর্দান্ত।

প্রশ্ন: এত দিন খেলে বাংলায় কী শিখলেন?

রাসেল— আমি তোমাকে ভালবাসি।

নারাইন— আমি তোমাকে ভালবাসি।

Advertisement
আরও পড়ুন