শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।
আইপিএল ফাইনালে উঠেও উচ্ছ্বসিত নন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার। সতীর্থেরা সকলে নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করায় খুশি তিনি। ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না কেকেআর অধিনায়ক।
১১ মের পর ম্যাচ খেলেনি কেকেআর। লিগ পর্বের শেষ দু’টি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় দলের ছন্দ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। তা না হওয়ায় খুশি শ্রেয়স। ম্যাচের পর কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের এক রাজ্য থেকে আর এক রাজ্যে ঘুরতে হয়েছে। অথচ খেলার সুযোগ হয়নি। একটু কঠিনই ছিল এই ব্যাপারটা। তবে আমরা অতীত নিয়ে ভাবিনি। কী হবে, তা নিয়ে ভেবেও নিজেদের চাপে ফেলতে চাইনি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি সবাই। তার মধ্যেই যে সুযোগ পেয়েছি, যতটা বেশি সম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছি।’’
শ্রেয়স প্রশংসা করেছেন বোলারদের। আমদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে মিচেল স্টার্কদের পারফরম্যান্স নিয়ে কেকেআর অধিনায়কের বক্তব্য, ‘‘দলের প্রত্যেক বোলার দুর্দান্ত পারফর্ম করেছে। পরিস্থিতি যখনই হাতের বাইরে চলে যাওয়ার মতো হয়েছে, ওরা প্রতিপক্ষকে আঘাত করেছে। আমাদের দলের বোলারদের মানসিকতা দুর্দান্ত। ওরা জানে গুরুত্বপূর্ণ সময় কী ভাবে জ্বলে উঠতে হয়।’’
দলের মানসিকতা নিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘আমরা কেউই এই ম্যাচকে হালকা ভাবে নিইনি। আমাদের সাপোর্ট স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত সকলের অবদান রয়েছে। রহমানুল্লাহ গুরবাজ় এ দিন প্রথম ম্যাচ খেলল। অথচ দেখুন আমাদের সুন্দর একটা শুরু (ইনিংসের) দিল। সুনীলও খেলাটা ধরে নিল। এমন শুরু হলে মিডল অর্ডারের ব্যাটারদের উপর চাপ অনেকটা কমে যায়। খেলাটা সহজ হয়ে যায়। আমার বেঙ্কটেশ আয়ারের মধ্যে পার্থক্য হল, আমি তামিল বলতে পারি না। তবে বুঝতে পারি। তবু ও আমার সঙ্গে তামিলে কথা বলে। মনে হয় আমার সঙ্গে বেঙ্কটেশ ব্যাটিং উপভোগই করে।’’