চলতি আইপিএলে সাত ম্যাচে ১৮২ রান করেছেন অক্ষর। গড় ৩০-এর বেশি। ছবি: আইপিএল
স্বপ্নের ছন্দে রয়েছেন অক্ষর পটেল। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে ভাল খেলেছেন। এখন দিল্লি ক্যাপিটালসের হয়েও প্রতি ম্যাচে ব্যাটে-বলে অবদান রাখছেন। ক্রিকেটার অক্ষরের হঠাৎই অন্য রূপ দেখা যাচ্ছে। কী কারণে এতটা পাল্টে গেলেন তিনি? কার অবদান রয়েছে?
সতীর্থ জোরে বোলার মুকেশ কুমারকে এক সাক্ষাৎকারে এর উত্তর দিয়েছেন অক্ষর। জানিয়েছেন, বিয়ে করার পরেই বদলে গিয়েছেন তিনি। স্ত্রীকে যাবতীয় সাফল্যের কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, “তুমি যদি এটাকে লেডি লাক বলো, তা হলে সেটাই। এটাই আমার সাফল্যের রহস্য। তবে আত্মবিশ্বাসও একটা বড় কারণ। ব্যাটিংয়ের প্রতি একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। গত এক বছরে ভাল ব্যাট করার জন্যেই এটা হয়েছে। সেটাতেই ভর করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”
অক্ষরের সংযোজন, “আমার লক্ষ্য ধারাবাহিক থাকা। প্রতি ম্যাচে কোনও না কোনও ভাবে দলের হয়ে অবদান রাখা। এই ছন্দ বাকি ম্যাচগুলোতেও বজায় রাখতে চাই। তা ছাড়া, আমার স্ত্রী একজন পুষ্টিবিদ। ফলে ফিটনেসের দিক থেকে উন্নতি হয়েছে আগের থেকে।”
A valuable knock, a special bowling performance under pressure & the story behind Mukesh Kumar's interesting nickname
— IndianPremierLeague (@IPL) April 25, 2023
In conversation with in-form all-rounder @akshar2026 & star bowler Mukesh Kumar - By @28anand
Full Interview #TATAIPL https://t.co/7ONyL2wsVN pic.twitter.com/2ppCFVP27p
চলতি আইপিএলে সাত ম্যাচে ১৮২ রান করেছেন অক্ষর। গড় ৩০-এর বেশি। স্ট্রাইক রেটও ভালই। দলের সহ-অধিনায়কের ভারও তাঁর কাঁধে। আগের ম্যাচে মণীশ পাণ্ডের সঙ্গে তাঁর ৬৯ রানের জুটি শেষ পর্যন্ত ম্যাচে ফারাক গড়ে দেয়।